চাঁদপুর মডেল থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলমকে বদলি করা হয়েছে। ৩০ জুলাই ২০২৪ এর পুলিশ হেডকোয়াটার্সের এক আদেশে চাঁদপুর মডেল থানা থেকে তাকে সরিয়ে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে পুলিশ হেডকোয়াটার্সের ওই আদেশে বলা হয়েছে।

গেল বছর (২০২৩) এর ২২ জুন বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তিনি মডেল থানার অফিসার ইনচার্জের দায়িত্ব নিয়ে কর্মস্থলে যোগদান করেন।

এর পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গির চর থানায় অফিসার ইনচার্জ হিসেবে সাড়ে ৩ বছর দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, মোঃ শেখ মুহসীন আলম ১৯৯৮ ব্যাচে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর তিনি পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে ঢাকার শাহবাগ থানায় অপারেশন অফিসারের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৩ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৭ সালের ১০ নভেম্বর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন কামরাঙ্গীর চর থানায় সাড়ে তিন বছর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

সবশেষ গত ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার রাত ১১ টায় তিনি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও মোঃ শেখ মুহসীন আলম চাঁদপুরের হাইমচর উপজেলা থানার অফিসার ইনচার্জ হিসেবে সাত আট মাস যাবত দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

Loading

শেয়ার করুন: