চাঁদপুর মডেল থানার নবাগত ওসির দায়িত্বভার গ্রহণ

চাঁদপুর সদর মডেল থানার সদ্য যোগদান কারী নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রশিদ দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় তিনি আগের ওসি নাসিম উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর পরই তিনি থানায় দায়িত্বরত সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সাথে তাৎক্ষণিক মতবিনিময় করেন। এ সময় নতুন ওসি আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

অফিসার ইনচার্জ আব্দুর রশিদ চট্টগ্রাম থেকে প্রথমে বদলি হয়ে এ জেলায় আগমন করেন। মতলব উত্তর থানায় সাব-ইন্সপেক্টর পদে বেশ কিছুদিন ছিলেন। তারপর সেখান থেকে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান তিনি।

পদোন্নতি পাওয়ার পর তিনি পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ওসি তদন্ত হিসাবে হাজিগঞ্জ থানায় যোগদান। সেখান থেকে বদলি হয়ে ২৪ ফেব্রুয়ারি অফিসার ইনচার্জ হিসেবে চাঁদপুর সদর মডেল থানায় যোগদান করলেন।

Loading

শেয়ার করুন: