চাঁদপুর লেখক পরিষদের  আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি:
‘সাহিত্য রচনায় সভ্যতার পথ বুনি’ এ প্রতিপাদ্যে চাঁদপুর লেখক পরিষদ দুই দশক পার করেছে। দীর্ঘ কুড়ি বছরে সংগঠনটি সাহিত্যে নানামুখী কর্ম সম্পাদন করেছে। দীর্ঘ পথপরিক্রমায় স্মরণ করেছে সংগঠনে কম-বেশি অবদান রাখা সাহিত্যকর্মীদেরকে।
চাঁদপুর লেখক পরিষদের দুই দশক পূর্তিতে  ৩১ জানুয়ারি, শুক্রবার, বিকাল ৫ টায় শহরস্হ সাহিত্য একাডেমীতে ফুলেল শুভেচ্ছা, আলোচনাসভা,কেককাটা অনুষ্ঠিত হয়। চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রহিম বাদশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর লেখক পরিষদের সাবেক সভাপতি ও নজরুল গবেষক ফতেউল বারী রাজা, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক দুলাল চন্দ্র দাস, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ ও  সংগীত বিশেষজ্ঞ রফিক আহম্মেদ মিন্টু, বীরমুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, অধ্যাপক গোলাম মোস্তফা খান।
অনুষ্ঠানে প্রধানঅতিথি বলেন, একটা লেখা, একটা বই চিরকালীন বিষয় থাকে, অন্যান্য মাধ্যমে তেমনটা থাকেনা। লেখা অনেক কঠিন কাজ। লেখকের লেখা দীর্ঘস্হায়ী। এখনও আমরা শত শত বছর আগের লেখা পড়ি, যা প্রাসঙ্গিক এখনও। সাহিত্যে সমালোচনা খুবই দরকার।
তিনি আরও বলেন, চাঁদপুরের অন্যান্য ক্ষেত্রে চর্চা খুব কম, প্রদর্শনী বেশি। কিন্তু চাঁদপুরের সাহিত্যে সেটা নেই। এখানে ভালো চর্চা হয়। চাঁদপুর লেখক পরিষদকে ধন্যবাদ জেলার সাহিত্যকর্মে নিরবচ্ছিন্ন ভূমিকা রাখার জন্য।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দেশের প্রখ্যাত  সুরকার ও আবৃত্তিশিল্পী আজাদ সুমন, হাজীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার কবি সুনির্মল দেউরি, চাঁদপুর লেখক পরিষদের সহ-সভাপতি ডা.মাসুদ হাসান, নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল গনি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির চাঁদপুর জেলা সাদারণ সম্পাদক মো: মোজাম্মেল হোসেন ঢালী, নটমঞ্চের সভাপতি পি.এম বিল্লাল, মেঘনা থিয়েটারের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ডাক্তার, দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি গীটারিস্ট দীলিপ ঘোষ, কবি ও নাট্যকার জসীম মেহেদী, কবি ও কথা সাহিত্যিক শাহমুব জুয়েল,সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, পাঠাগার সম্পাদক সাইফুল খান রাজিব, কবি ও গীতিকার কবির হোসেন মিয়াজী, চাঁদপুর লেখক পরিষদের অর্থ সম্পাদক ইমরান শাকির,
কবিতা পাঠ করেন, চাঁদপুর লেখক পরিষদের উপদেষ্টা অধ্যাপক দুলাল চন্দ্র দাস, আবৃত্তি বিষয়ক সম্পাদক দীপান্বিতা দাস, প্রচার সম্পাদক সাইফুল খান রাজিব, সদস্য রাজীব দাস,কবি ও সাংবাদিক এ.এম সাদ্দাম সাদ্দাম।
অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক আজিজুর রহমান, চাঁদপুর লেখক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কবি এম আর হারুন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম রাজিব, চাঁদপুর লেখক পরিষদের সদস্য এম আর এম শোভন,সদস্য বাহার হায়দার চৌধুরী, মেঘালয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নূরে আলম নূর।

Loading

শেয়ার করুন: