নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরে হোম কোয়ারেন্টিন না মানার কারণে দুইজনকে ১ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৭ এপ্রিল) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাহে রমযানের তৃতীয় দিনে সেনাবাহিনী কে সাথে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় টহলরত থেকে হ্যান্ড মাইকের সাহায্যে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টিন মেনে চলতে বলা হয়। হোম কোয়ারেন্টিন না মানায় ২ জনকে ১ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড দেওয়া হয়।