চাঁদপুর সদরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে ইউএনও’র মতবিনিময়

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর সদর উপজেলার পৌরসভা ব্যতিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা’র) প্রধানগণের সাথে সদর ইউএনও’র প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এবং সদর উপজেলার (পৌরসভা ব্যতিত) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত জামিল সৈকত।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারি আইনের আলোকে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কমনরুম ও নামাজের স্থান ব্যবস্থা করা যেতে পারে। ওয়াশরুম পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মনিটরিং বোর্ড স্থাপন করতে করার ব্যবস্থা করবেন। আপনারা অভিভাবক সমাবেশের আয়োজন করবেন। সহ শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষন সংক্রান্ত রেজিস্টার সংরক্ষন করবেন। প্রাতিষ্ঠানিক বেতনের জন্য আলাদা বিল তৈরি করে সংরক্ষন করে রাখবেন। আয়-ব্যয় ক্যাশবইতে সঠিকভাবে লিপি করতে হবে। আপনাদের শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে। লাইব্রেরী, কমন রুম আধূনিকায়ন করবেন। ছাত্রীদরর জন্য মহিলা শিক্ষককে দায়িত্ব প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় গুলোতে বিজ্ঞান ক্লাব আছে। বিশ্ববিদ্যালয় স্মার্ট। আমি সবসময় মনে করি ভালো কাজের জন্য চেষ্টা করতে হবে। আপনানা যদি মনে করেন আপনাদের কোন সহযোগিতা লাগবে, তাহলে তা করব। সততার সাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ভবন সংস্কার, ভবন নিলাম এর জন্য আপনারা ইঞ্জিনিয়ার অফিসের সহযেগিতা নিতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে সুন্দর করে একটি ছোট বাগান করা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাছাই করে ১৯জন মেধাবী শিক্ষার্থী সিলেক্ট করেছি। তাদের প্রত্যেককে উপজেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা ও সনদ দেওয়া হবে। আমরা সম্প্রতিই ডিসি স্যারের সম্মতি নিয়ে তাদের পুরস্কার প্রদান করব। আমরা কাজের মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করি। আমরা আমাদের চাকুরী জীবনে অনেক সময় অতিবাহিত করি। আমরা মূলত কাজ করি, যেটা আমাদের জীবেনর বেশি অংশ জুরে থাকে। তাই আমাদের নিজেদের কাজটা খুবই ভালো ভাবে করতে হবে। বাংলাদেশের শিক্ষকদের সম্মান অনেক বেশি। আপনারা সকলেই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানকে খুব ভালোবাসেন।

সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, সদর উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি আইয়ুব খান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি।

চাঁদপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাস এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: সাইফুর রহমান, ছোটসুন্দর আল আমিন সিদ্দিকীয়া আলিম মাদরাসার অধ্যক্ষের আবুল ফারাহ, রামপুর আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ আবু জাফর মো: মাঈনুদ্দিন, দক্ষিন দাসাদী আলিম মাদরাসার অধ্যক্ষ মো: ছালেহ আহমেদ, হোসাইনপুর আলিম মাদরাসার অধ্যক্ষ নিজামউদ্দিন, ফরক্কাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ফখরুল ইসলাম, পশ্চিম সকদি আলিম মাদরাসার অধ্যক্ষ মুকবুল আহাম্মদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন, বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল হোসেন, বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইমাম হোসেন, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী, চান্দ্রা বাজার এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেন, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুন-অর রশিদ, ডাসাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিকুল ইসলাম, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হামানকৰ্দ্িদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, হামানকৰ্দ্িদ পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, হরিণা চালিতাতলী এডওয়ার্ড ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক মো: মুনির আহমেদ ছিদ্দিক, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম, কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম মোল্লা, মনিহার জিএম বালিকা উবির প্রধান শিক্ষক বিলকিছ আক্তার, নানুপুর উবির প্রধান শিক্ষক ইমাম হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, পশ্চিম সকদি ডিবি উবির প্রধান শিক্ষক হান্নানুর রহমান, রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিউল্ল্যাহ, সফরমালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজি, তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুণ আমিন খন্দকার, লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আহমেদ, রাজরাজেশ্বর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার এ এইচ এম হাবিবুল্লাহ, কেতুয়া দাখিল মাদরাসার প্রধান এএইচ এম হেলাল উদ্দিন, দক্ষিন মদনা দাখিল মাদরাসার সুপার মো: নুরুল ইসলাম, লক্ষীপুর মোহাম্মদীয়া দাখিল মাদরাসার সুপার আহসান উল্ল্যাহ, আলহেরা ওহায়েদীয়া একাডেমী সুপার মাও. সাইফুল ইসলাম, মধ্যতরপুরচন্ডী আলী দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মিজানুর রহমান, শাহতলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মো: আলী জিন্নাহ সহ সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

Loading

শেয়ার করুন: