চাঁদপুর সদর উপজেলায় বিসিআইসি ডিলারদের সাথে সভা

নিজস্ব প্রতিবেদক॥

বৃহস্পতিবার সকালে রবি ২০২১-২২ মৌসুমে চাঁদপুর সদর উপজেলার বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম দেওয়ান। সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার।

এ সময় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন,চাঁদপুর শাখার সভাপতি ও সেক্রেটারিসহ চাঁদপুর সদর উপজেলার বিসিআইসি সার ডিলারগণ উপস্থিত ছিলেন।

সভায় নির্ধারিত সময়ে সার উত্তোলন, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি ও লাল সালু কাপড়ে সারের মূল্য তালিকা প্রদর্শন করা ও ইউনিয়নের বিসিআইসি সার ডিলারগণ সংশ্লিষ্ট ইউনিয়নের খুচরা সার বিক্রেতার নিকট সার বিক্রি ইত্যাদি বিষয়ে ফলপ্রসু আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Loading

শেয়ার করুন: