মাসুদ রানা:
নবনির্মিত আধুনিক চাঁদপুর সদর উপজেলার মডেল মসজিদ কমপ্লেক্সে জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদে নামাজ আদায় শুরু হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) নামাজ শুরু উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদে প্রথম নামাজ আদায়ে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহন করেন।
উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত প্রথম জুম্মার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মাও. মাহদী হাসান।
উদ্বোধনী জুম্মার নামাজে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত জামিল সৈকত, মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া।
এ সময় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান, চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রৌকশলী মোঃ আলী নূর, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আসাদুজ্জামান ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ, জি এম শাহীন, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাধারণ সদস্য সাংবাদিক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, শহর জামায়াত নেতা সাইফুল ইসলাম সবুজ, আবুল হোসেন ঢালী প্রমুখ।