চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার ২৭ বছর পূর্তিতে ম্যাগাজিন মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার ২৭ বছর পূর্তি উপলক্ষে ম্যাগাজিন (অঙ্গীকার- ৬) এর মোড়ক উন্মোচন ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মিলনায়তনে সম্পন্ন হয় ।

সংস্থার সদস্য হাফেজ আসাদুজ্জামান দেওয়ানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান এর কার্যক্রম শুরু হয়ে। উক্ত অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন,চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট ব্যাংকার এস.এ.এম মিজানুর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বারের সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ ।

বক্তব্য রাখেন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক,সম্পাদক ও দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক এডভোকেট শাহজাহান মিয়া,চাঁদপুর শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃকামরুল ইসলাম,চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবদুছ শুকুর মস্তান,তরপুরচণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম,সোনালী সিঁড়ির স্বত্বাধিকারী জি.এম.আবদুল হান্নান,সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান খান,সংস্থার সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল কাদের খান,সংস্থার দপ্তর সম্পাদক মোঃ সবুজ খান।

২৭ তম বর্ষপূর্তির এ মাহেন্দ্রক্ষণে অনুভূতি পেশ করেন সংস্থার অন্যতম সদস্য মোঃ ফরিদ আহমদ মস্তান,মোঃ সুলতান মাহমুদ ও মোহাম্মদ বেলায়েত হোসেন, আল আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম, মোঃ আমিন বেপারী, মনছুর আহমেদ মস্তান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্টানে অতিথিদের নিয়ে সংস্থার বার্ষিক ম্যাগাজিন অঙ্গীকার – ৬ এর মোড়ক উন্মোচন করেন সংস্থার চেয়ারম্যান এস এ এম মিজানুর রহমান খান। আপ্যায়নের মাধ্যমে অনুষ্টান সমাপ্ত হয়।

Loading

শেয়ার করুন: