চাঁদপুর সোনালী  অতীত ক্লাবের সাধারণ সভা 

ক্রীড়া প্রতিবেদক :

চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মতে ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।  সভার শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় ‌।

শুক্রবার ( ৯ আগস্ট  )  বিকেলে আউটার স্টেডিয়াম সংলগ্ন ক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব  করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক  ও জাতীয় দলের সাবেক ফুটবলার জাহাঙ্গীর গাজী।

সাবেক ফুটবলার ও  ক্লাবের  সহ আমোদ প্রমোদ বিষয়ক সম্পাদক ক্রীড়া সংগঠক আমিন মোল্লার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন  সাবেক ফুটবলার ও ক্লাবের সদস্য জাহাঙ্গীর পাটোয়ারী,  সোহেল রানা সোহাগ ,ওয়াহিদুজ্জামান লাবু, টুটুল চক্রবর্তী, খলিলুর রহমান পোকন, সাইফুল ইসলাম,  লিটন সরকার ,হানিফ বকাউল, আবুল কালাম আজাদ অভি, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিক অ্যাড:  ইয়াসিন আরাফাত ইকরাম।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য   নাসিম  আহমেদ টিটু , মনির হোসেন ,অজিউল্লা মিয়া জিন্না ,আবুল হাসিম, জসিম পাটোয়ারী, ফারুক হোসেন ,মোস্তফা কামাল ,আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক শামীম ফারুকী ও কাউসার চৌধুরী।

সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতি কমে ক্লাবের নতুন কমিটি গঠনকল্পে এবং খেলাধুলা উন্নয়ন সহ খেলোয়াড় তৈরি জন্য ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় । কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন চৌধুরী ও সদস্য সচিব আনোয়ার হোসেন মানিক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন :- বোরহান খান, জাহাঙ্গীর গাজী, জাহাঙ্গির পাটোয়ারী, আমিন মোল্লা ,সোহেল রানা সোহাগ, টুটুল চক্রবর্তী, আবুল কালাম আজাদ অভি, সাইফুল ইসলাম, হানিফ বকাউল , বি  এম হারুনুর  রশিদ ও জসিম পাটোয়ারী। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়  এবং সাথে সাথে নতুন সদস্য নেয়া হবে ক্লাব ও খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে।

Loading

শেয়ার করুন: