চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে আন্ত: উপজেলা কাবাডি টুর্নামেন্ট

 

স্টাফ রিপোটার ॥

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃ উপজেলা কাবাডি (বালক/ বালিকা) টুর্নামেন্ট। জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ববধায়নে টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার ৮ উপজেলার দলগুলো। পৃষ্টপোষকতায় রয়েছেন প্রবাহ অফসেট প্রেসের সত্বাধিকারী ও জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপকমিটির সেক্রেটারি আলহাজ¦ ওমর পাটওয়ারী।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে টুর্নামেন্টের উদ্ধোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
উদ্ধোধনী দিনের প্রথম ম্যাচে বালিকা দলের খেলায় মতলব উত্তরের সাথে হাজীগঞ্জ ২৫-০৫ পয়েন্টে এবং মতলব দক্ষিনের সাথে জয়লাভ করে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা দল ৩৬-১৭ পয়েন্টে জয়লাভ করে।

এবারের টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো চাঁদপুর সদর, মতলব দক্ষিন, হাইমচর, মতলব উত্তর, হাজীগঞ্জ, শাহারাস্তি, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার বালক ও বালিকা দল।

উদ্ধোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( পদ্দোনতী প্রাপ্ত পুলিশ সুপার ) সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য শাহির পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তপন চন্দ, মতলব দক্ষিনের সাধারন সম্পাদক আলেক, মতলব উত্তরের আজাদ সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: