সংবাদদাতা:
‘আমরাই বন্ধুর বন্ধনে’ এর আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১১ নভেম্বর ) দিনব্যাপী এই আয়োজন পুরস্কার বিতরণ মধ্যদিয়ে শেষ হয়। এই নিয়ে টানা তৃতীয় বারেরমত এই টুর্নামেন্টের আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে।
টুর্নামেন্টে টিম থার্টিন, চাঁদপুর এভেনজার্স, চাঁদপুর ঈগল, চাঁদপুর ফাইটার, চাঁদপুর সুপার সিক্সার্স ও চাঁদপুর ফাইটারসহ মোট ৬টি দল অংশ গ্রহন করে। দিনব্যাপী টুনামেন্টে চাঁদপুর এভেনজার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম থার্টিন।
বিজয়ী দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন টিম থার্টিনের তালহা জুবায়ের। এছাড়া রানারআপ দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন নকিব।
টুর্নামেন্টর তত্ত্বাবধানে ছিলেন জাবেদ, ইমন, মামুন, সাকিব, সরোয়ার, অনিক ও জাবের।খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণসহ খেলায় সর্বোচ্চ রান সংগ্রহকারী, উইকেট শিকারী এবং সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।