কচুয়া প্রতিনিধি ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদের এ নির্বাচনী তফসীল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারী রবিবার ৩০০ আসনে সাধারন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এউপলক্ষে সারাদেশে ৬৬জন রিটার্নিং অফিসার, ৫৯২জন সহকারি রিটার্নিং অফিসাারের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ই ডিসেম্বর, আপিল-দায়ের ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচার-প্রচারনা শেষ দিন ৫ জানুয়ারী ও নির্বাচন ৭ জানুয়ারী। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর সারাদেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা পৃথকভাবে আনন্দ মিছিল করেছে।
এছাড়া নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের নৌকারা মনোনয়ন প্রত্যাশী দলীয় পদে কচুয়ার বর্তমান সাংসদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মো. গোলাম হোসেন বাংলাদেশ আওয়ামীলীগের পৃথকভাবে শনিবার দলীয় ফরম সংগ্রহ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।