চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে তিনজন আওয়ামীলীগের প্রার্থী। মুহম্মদ শফিকুর রহমান নৌকার দলীয় প্রতীক পেলেও বাকী দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেলেন। সাবেক সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া তার পছন্দের প্রতীক ঈগল এবং সিআইপি জালাল আহমেদ পেলেন তার পছন্দের প্রতীক ট্রাক। একই প্রতীক না চাওয়ায় কোনোরকম লটারির মধ্যে যেতে হয়নি রিটার্নিং কর্মকর্তাকে। স্বতন্ত্র প্রার্থী দুজনেই কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে খুশি।
অন্যান্য প্রার্থীদের মধ্যে যথারীতি বিএনএমের প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান নোঙর, জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ লাঙ্গল, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী খাজা বাকীবিল্লাহ মিশকাত ফুলের মালা, তৃণমূল বিএনপির মোঃ আব্দুল কাদির তালুকদার সোনালী আঁশ এবং এনপিপির প্রার্থী আব্দুল গনি আম প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের পর আজ থেকেই শুরু হয়ে গেছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

Loading

শেয়ার করুন: