নিজস্ব প্রতিবেদক ॥
প্রখ্যাত সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় রোববার (২৬ নভেম্বর) রাতে আনন্দ মিছিল হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পশ্চিম বাজারে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন ভূইয়া, বীরমুক্তিযোদ্ধা আ: সামাদ, বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মৃধা, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, যুবলীগের যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ প্রমুখ।
বক্তারা একজন সৎ নিষ্ঠাবান এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী প্রখ্যাত সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে পুনরায় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপিকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে পুনরায় মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আশাকরি জনগণ দেশের তথা ফরিদগঞ্জের উন্নয়নের ধারাবহিকতার স্বার্থে আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করবেন।