চাঁবিপ্রবির ভিসির পদত্যাগ চান শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. নাসিম আখতারের পদত্যাগের দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবি করে তারা একটি বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার শিক্ষার্থীদের নূন্যতম সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন হওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাই।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি তিনি করেননি। বরং শিক্ষার্থীদের বারবার মিথ্যা আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক উন্নয়ন কার্যক্রম পিছিয়ে দিয়েছেন। তাই আমরা সকল চাঁবিপ্রবির শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এই ব্যার্থ ভিসিকে আর দায়িত্বে দেখতে চাই না। অনতিবিলম্বে আমরা তার পদত্যাগ চাই। এছাড়া চাঁদপুরে শিক্ষার্থীদের আন্দোলনে বাঁধা দেয়ারও অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শান্তি সমাবেশের আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে চলাকালীন ভিসি নাসিম আখতার বলপ্রয়োগের মাধ্যমে ছাত্রদেরকে সমাবেশ থেকে হটিয়ে দেয়ার চেষ্টা করেন। তিনি শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এখানে কোনো আন্দোলন চলবে না। আন্দোলন করতে চাইলে ঢাকায় যাও।’ এরপর থেকে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবাদ জানাতে থাকেন।

Loading

শেয়ার করুন: