ছেংগারচর বোর্ড স্কুলে সুন্নী ওয়াজ ও দোয়ার মাহফিল

মতলব উত্তর ব্যুরো:

ঈদে মিলাদুন নবী (স.) উদযাপান উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বোর্ড স্কুল ব্যবসায়ীদের উদ্যোগে সুন্নী ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ১ ডিসেম্বর বুধবার বোর্ড স্কুল মার্কেট প্রাঙ্গণে প্রধান বক্তার বয়ান রাখেন বাংলাদেশ শানে আউলিয়া ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুস সালাম বিপ্লবী।

মাওলানা আবদুর রহমানের সঞ্চালনায় বয়ান রাখেন মাওলানা হাফেজ ইসমাইল হোসেন সিরাজী, মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদী।

গজল পরিবেশন করেন হায়েজ মো. সিয়াম। সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন প্রধান, মাহবুব আলম বাবু, মানিক সরদার, বোরহান বেপারী, মাহবুব সরকার, গোলাম হোসেন, হাসান সরকার, বাবু সরদার, নাজমুল হক, চঞ্চল সরকার, জয়নাল প্রধান,স্বপন, আলী আক্কাছ, জাকারিয়া, জুম্মান’সহ ব্যবসায়ী ও এলাকার যুবসমাজ।

Loading

শেয়ার করুন: