জনপ্রতিনিধিকেও নিয়ম মানতে হবে: চেয়ারম্যান রোমান

ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেছেন, নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিরা সরকারের অংশ হয়ে যান। তাই তাদের কার্যকালের সময় সরকারের নিয়ম শৃংখলা মেনে চলতে হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেমন নিয়ম মানেন, তেমনি জনপ্রতিনিধিদেরও মানতে হবে। সরকারে স্থানীয় সরকারের সর্বশেষ স্তর ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের সকল উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা প্রদানসহ নানা কাজ করছে। একই ভাবে তাদের সহযোগিতা নিয়ে আইনশৃংখলা বাহিনীও একটি উপজেলার আইনশৃংখলা সমুন্নত রাখবে। তাই সকল বিষয়ে সচেতন থাকতে হবে। অপশক্তি ও দুষ্কৃতকারীরা যাতে কোন ভাবেই জনগণের ভোগান্তির কারণ না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এদিকে শান্তিপুর্ণ ভাবে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় এর সাথে সংশ্লিষ্ট সকলকে এবং প্রশাসন ও পুলিশ বাহিনী , আনসার ভিডিপি সকলকে তিনি ধন্যবাদ জানন। বিশেষ করে ওসি ফরিদগঞ্জ তার সকল সদস্যকে নিয়ে নজির বিহীন নিরাপত্তা প্রদান করেন।

সোমবার (৩০ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ উপজেলা মাসিক আইন শৃংখলা বিষয়ক সভায় তিনি একথাগুলো বলেন।

ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে সভায় থানা অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম বলেন, ‘শয়তানের নি:শ^াস’ নামে নতুন এক মাদকের সন্ধান মিলেছে। মাদক সেবী ও ব্যবসায়ীরা নানা ভাবে এবং নুতন নতুন মাদকের মাধ্যমে সমাজকে নষ্ট করছে। এদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক অভিযান করতে হবে। মাদকের ক্ষেত্রে কাউকেই কোন ছাড় দেয়া হবে না। ইতিপূর্বে চুরির ঘটনা বাড়লেও পুলিশী টহল বৃদ্ধি করার সাথে সাথে বেশ কয়েকটি মামলায় চোরদের সনাক্ত করার ফলে ইদানিং চুরির ঘটনা হ্রাস পেয়েছে। দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশের প্রতিটি সদস্য রাতদিন কাজ করেছেন।
সভায় আরো বক্তব্য রাখেন ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, বুলবুল আহমেদ প্রমুখ।

Loading

শেয়ার করুন: