জমি সংক্রান্ত বিরোধে চাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ৩

 

নিজস্ব প্রতিনিধি ॥

জমি সংক্রান্ত বিরোধে চাঁদপুরে ইউসুফ পাটওয়ােী(৪৫) নামে একজন খুন হয়েছে। তিনি চাঁদপুর শহরে রেলওয়ে হকার্স মার্কেটের মোবাইল ব্যবসায়ী। এ ঘটনায় মৃতের বড় ভাই মাওলানা মোঃ ইব্রাহিম পাটোয়ারী গুরুতর আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুবি গ্রামে। পুলিশ খুনের অভিযোগে ভ্যানচালক মাইনুল প্রদানিয়া (৫৫), তার স্ত্রী খোদেজা বেগম এবং তার ছেলে রাজনকে আটক করেছে।

মৃতের মা হনুফা বেগম বলেন, যারা তার ছেলেদেরকে মেরেছে, সম্পর্কে তারা তাদের নিকট আত্মীয়। আপন বোন, বোনের জামাই এবং বোনের ছেলে। দীর্ঘদিন তাদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। ৪/৫ দিন যাবৎ আমাদেরকে হুমকি দিচ্ছে। পুকুর ঘাটে গোসল করতেও দেয় নাই। ঘাটে গেলে ইট পাটকেল মারতো। ফলে আমরা ইউনিয়ন পরিষদে লিখিত আবেদনের মাধ্যমে নিরাপত্তা চেয়েছিলাম। তারা কোন ব্যবস্থাই নেননি।

এলাকাবাসী জানায়, আমিতো ইউসুফের মাথা, গলা এবং কাঁধে কুপিয়েছে। তার বড় ভাই ইব্রাহিম পাটোয়ারীকে ঘাড়, বুক এবং পেটে মারাত্মক আঘাত করা হয়েছে। তার অবস্থাও শঙ্কটাপন্ন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, মূলত বাঁশ কাটাকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে। ইউসুফ পাটোয়ারীদের বাঁশ তাদের নিকট আত্মীয় রমজানদের ঘরের মধ্যে পড়ে । এনিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর ইউসুফ পাটওয়ারীর বাড়ি পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে জমি সংক্রান্ত থাকতে পারে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের সদর সার্কেল এএসপি মুকুর চাকমা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, এ ঘটনায় চাঁদপুর থানায় একটি হত্যা মামলা রুযু করা হবে।

 

Loading

শেয়ার করুন: