চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে চরমেশা গ্রামে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও যাত্রী ছাউনি উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ইউনিয়নের চরমেশা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। চাঁদপুরের মানুষ আমার প্রাণশক্তি। এরা সবাই আমার পরিবারের সদস্য, তাই সুখে দুঃখে সব সময় আমি চাঁদপুরের সাধারণ মানুষের সাথে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষের মুখের হাসি, তাদের শরীরের গন্ধ আমাকে প্রাণশক্তি জোগায়। যতদিন বাঁচি সবাইকে নিয়ে সবার সাথে বাঁচতে চাই।
তিনি বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বাংলাদেশের ভবিষ্যৎ হবে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ।
নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন
বলেন, “অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে তারাই নির্বাচন অনুষ্ঠিত করেছেন। সুশৃংখল নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন, নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। “এ ধরনের চমৎকার নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে অভিনন্দন জানাই। বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বাগাদি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন নান্নু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রুবেল, চরমেশা পূজা কমিটির সাধারণ সম্পাদক জহুলাল দাস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজিজ পাঠান, যুগ্ম আহ্বায়ক মনির ঢালী, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি পারুল আক্তার, ডি.বি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাদ্দাম হোসেন পাটোয়ারী, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক অজিত দাস, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজু আহমেদ, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শ্রীরাম দাস,সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুবলীগ নেতা অজি উল্লাহ বেপারী, গফুর, তাজু পাঠান, আল আমিন, সাদ্দাম খান, বাবু, ফয়সাল, হাবিব, আকাশ দাশ।