জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির ব্যাপক কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কর্মসূচি ঘোষণা চাঁদপুর জেলা বিএনপির আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর জেলা বিএনপি।

এদিন সকাল সাড়ে ৬টায় সারা দেশের ন্যায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটার সময় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিবসের আলোচনা ও সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি ও র‌্যালি সফল করতে চাঁদপুর জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম।

Loading

শেয়ার করুন: