নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুরে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ চাঁদপুর কার্যালয়ে সহকারী কমিশনার মাসুম সামিয়া।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার অতিরিক্ত কমিশনার নাহিদ নওশাদ মুকুল।
হাজীগঞ্জ সার্কেলের সহকারী রাজস্ব কর্মকতা মাসুদা আক্তার নিশার সঞ্চালনায় বক্তব্য দেন-চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক সালাহউদ্দিন মোহাম্মদ বাবর, চাঁদপুর বস্ত্র ব্যাবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, চাঁদপুর জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, চাঁদপুর ডিলার সমিতির সাধারন সম্পাদক মেশারফ হোসেন মুশু প্রমূখ।
এসময় চাঁদপুর বিভাগের রাজস্ব কর্মকতা মোঃ মজিবুর রহমান,চাঁদপুর সদর সার্কেলের রাজস্ব কর্মকতা হাবিবুল্লাহ খান, হাজীগঞ্জ সার্কেলের রাজস্ব কর্মকতা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মাঃ আব্দুল কাদের। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লার অতিরিক্ত কমিশনার নাহিদ নওশাদ মুকুল চাঁদপুর বিভাগের কার্যালয়ে পৌঁছলে কর্মকতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।