জিয়ার ‘বীর উত্তম’খেতাব বাতিলের ষড়যন্ত্রে চাঁদপুরে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, রনাঙ্গনের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর খেতাব মুছে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি।

১৭ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মুনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক,জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী,জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোঃ জিল্লু, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোস্তফা কামাল,জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।

এসময় বক্তারা বলেন, যারা জিয়াউর রহমান কে অস্বিকার করবে তারা মুক্তিযোদ্ধাকে অস্বীকার করবে। যারা জিয়াউর রহমান কে অস্বিকার করবে তারা বাংলাদেশ কে অস্বিকার করবে। আওয়ামীরীগ সরকার অবৈধ সরকার। এই সরকার গনতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আমাদেরকে গনতন্ত্রকে রক্ষা করতে হবে। জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জিয়াউর রহমান (বীর উত্তম) খেলাব এই বাংলার মাটিতে মুছে ফেলা যাবে না। বাংলার জনগন তা কখনো মেনে নিবে না। শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরে থেকে আন্দোলনের মাধ্যমে জালিম ও জুলুমবাজ সরকারের পতন ঘটনো হবে।

Loading

শেয়ার করুন: