
স্টাফ রিপোটার :
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটিকে আইনজীবীরা ফুল দিয়ে বরণ করে নেন
বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারি ২০২৫ সকালে জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনজীবী সভাপতি অ্যাড. বাবর বেপারীকে বিদায়ী সভাপতি অ্যাড. এ.এন.এম মাইনুল ইসলাম ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.জসিম উদ্দিন ( মেহেদী হাসান) কে বিদায়ী যুগ্ন সম্পাদক অ্যাড.শরিফ মাহমুদ সায়েম সহ সিনিয়র আইনজীবীরা এবং বিদায়ী কার্যকরী কমিটির সদস্যরা নবাগতদের কাছে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, অ্যাড.আহসান হাবীব, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল হাসান রিপন, সিনিয়র আইনজীবী ও ইসলামিক ল
ইয়াস কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আবুল খায়ের মোঃ সালেহ, সাবেক পিপি আমানুল্লাহ, সিনিয়র আইনজীবী অ্যাড.রেহানা ইয়াসমিন কচি, অ্যাড. সুপ্তা, অ্যাড. এমরান হোসেন, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম সহ সিনিয়র আইনজীবী ও
নবাগত কার্যকরী কমিটির সদস্যরা।