জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে সহকারী সমিতি নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রেজিস্ট্রারিং অথরিটি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

১ ডিসেম্বর দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনয়াতনের ২য় তলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন ও রেজিস্টারিং অথরিটি কমিটির চেয়ারম্যান অ্যাডঃ আল-আমিন হোসেন উজ্জলকে নবনির্বাচিত সহকারী সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন গাজীর নেতৃত্বে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ খাজা মাইন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সজীব, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান আখন্দ, কোষাধ্যক্ষ মোঃ মজিব বেপারী, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জনু, অ্যাপায়ন সম্পাদক মোঃ ইয়াছিন, মহিলা সম্পাদিকা বিউটি আক্তার, সদস্য মোঃ নাদিম হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সোহেল গাজী, জেনালের অডিটর মোঃ ইছহাক পাঠান, রানিং অডিটর মোঃ শিপন বাবু, সভাপতি (নিয়ন্ত্রণ পরিষদ) মোঃ হাবিব মুন্সি, সম্পাদক (নিয়ন্ত্রন পরিষদ) মোঃ নাজমুল হোসেন, সদস্য মোঃ আজাদ হোসেন, মোঃ নাইম হোসেন ও মোঃ খোরশেদ আলম।

Loading

শেয়ার করুন: