
আরেফিন সুমন:
প্রতি মাসের ন্যায়, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সম্পন্ন হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল (১৬ মার্চ) রবিবার চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, যে সকল ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান নেই, সে সব প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। কমপক্ষে ৩ জন মেডিকেল অফিসার ও ৩ জন নার্স থাকার কথা থাকলেও তা পর্যাপ্ত নেই। মেডিকেল টেকনোলজি ল্যাব নেই, এক্সরে করা টেকনোলজিস্ট নেই কোনোটিতেই। তাই দ্রুত ব্যাবস্থা গ্রহন করতে হবে বলে জানান।
জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের কার্যাবলী, গ্রাম আদালত সক্রিয়করণ সম্পর্কে, চাঁদপুর পৌরসভার মধ্যে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তাগুলো দ্রুত মেরামত করা, প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নে কাজ করা, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের লোকবল সংকট, জলাতঙ্ক ভ্যাকসিন সংকট ক্রয়ের জন্য পদক্ষেপ নেওয়া, সামনে ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখা, ত্রুটিপূর্ণ রাস্তাঘাটগুলো দ্রুত মেরামত করে,জনস্বার্থে প্রস্তুত করতে হবে বলে জানান।
এছাড়াও জেলা প্রশাসক চাঁদপুর জেলার সার্বিক বিষয়ে ব্যাপকভাবে পদক্ষেপ গ্রহণ করতে স্ব স্ব দপ্তর প্রধানগণকে নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ নূরে আলম দীন, এনএসআই যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ মাহবুবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহা: অলিউল হোসেন, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান কবির, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা মৎস কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসানসহ প্রমুখ।