জেলা ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং টহল সদস‌্যদের মাঝে কম্বল বিতরণ

।। চাঁদপু‌রের পু‌লিশ সুপার মুহম্মদ আব্দুর র‌কিব এর পক্ষ থে‌কে জেলা ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং টহল সদস‌্যদের মাঝে কম্বল বিতরণ করা হ‌য়ে‌ছে। ৮ জুনয়া‌রি বুুধবার বি‌কে‌লে চাঁদপুর ম‌ডেল থানা প্রাঙ্গ‌ণে চাঁদপুর পৌর এলাকায় রা‌ত্রিকালীন নিরাপত্তায় নি‌য়ো‌জিত ১১‌টি অঞ্চ‌লের  ১২০ জন টহল সদস‌্যদের মা‌ঝে কম্বল তু‌লে দেন পু‌লিশ সুপার।
এসময় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর ম‌ডেল থানার ওসি মোঃ বাহার মিয়া, চাঁদপুর জেলা ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং এর সাধারণ সম্পাদক সু‌ফি খায়রুল আলম খোকন, ৬নং সে‌ক্রেটারী মোঃ আব্দুর রহমান গাজী, অঞ্চল ৭ এর সে‌ক্রেটারী সে‌লিম রেজা, অঞ্চল ৮ এর  মোঃ ফ‌রিদ আহ‌মেদ, অঞ্চল ১৪ এর যুগ্ম সস্পাদক মাসুদ পালওয়ান,  অঞ্চল ৩ এর প্রচার সম্পাদক অ‌ভি‌জিত রায় উপ‌স্থিত ছি‌লেন।

Loading

শেয়ার করুন: