জেলা মুক্তিযোদ্ধা সংসদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদে পরিদর্শন করেছেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা প্রশাসক পরিদর্শন করেন।

এসময় তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিসসহ বিভিন্ন রুম ঘুরে দেখেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এম এ ওয়াদুদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠানসহ বীর মুক্তিযোদ্ধা ও সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: