নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে উড়ে গছে মতলব উত্তর উপজেলার ছোট চরকালিয়ার চরের মনজুর আহমদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের টিনের চাল।ক্ষয়ক্ষতি হয়েছে শ্রেণিকক্ষ গুলোর।
১৭ নভেম্বর (শুক্রবার)বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মিধিলি।তার প্রভাবে ঘূর্ণিঝড় ও বৃষ্টি হয় এ উপজেলায়। সেদিনের ঝড়ে উড়ে যায় ছোট চরকালিয়ার চরে(মেঘনা নদীর মাঝে) মনজুর আহমদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল।খোলা আকাশের নিচে তাদের ক্লাস চলেছে।
অভিভাবকরা জানান,বিদ্যালয়টি দ্রুত সংস্কার করা না হলে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়বে। এজন্য দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়টির ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।
প্রধান শিক্ষক বলেন, ‘এই চরাঞ্চলে অবস্থিত এ বিদ্যালয়টি। ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।ঝড়ে পুরো বিদ্যালয় উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে অনিরাপদ পাঠদান চলছে।