
স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের কয়লাঘাট সংলগ্ন ডাকাতিয়া নদী হতে ১টি নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড চাঁদপুর অঞ্চল।
২৩ মার্চ রবিবার দুপুর ২ টায় চাঁদপুর সদর উপজেলার কয়লাঘাট সংলগ্ন এলাকায় মোঃ নিরব (১০), পিতা জাহাঙ্গীর কাজী, মাতা মুক্তা বেগম, ৩ নং কয়লাঘাট, চাঁদপুর সদর নামীয় একটি শিশু ডাকাতিয়া নদীতে গোসলের সময় ইঞ্জিন চালিত বোটের সাথে ধাক্কা লেগে পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে এলাকার সাধারণ জনগণ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্ত বিসিজি স্টেশন চাঁদপুরে নিখোঁজ শিশুটির সংবাদ দেয়। উক্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি ডুবুরি দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।