
প্রতিনিধি
মতলব উত্তর উপজেলায় দানব ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পথচারী নূরজাহান বেগম (৫৫) মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে শিশু মুরসালীন (৫)। সম্পর্কে তারা নানী-নাতি। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সুগন্ধি এলাকার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ সড়কে ঘটনাটি ঘটেছে।
কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের রফিকুল ইসলাম বাবুর্চির স্ত্রী নিহত নূরজাহান বেগম। আহত শিশু মুরসালীন (৫) হানিরপাড় গ্রামের মুছা মৃধার ছেলে। সে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছে। এ ঘটনার সততা নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধি এলাকার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে বেড়িবাঁধ সড়কে বিকেলে আব্দুর রহিম এন্টারপ্রাইজ নামে ট্রাক্টরটি ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিলো। তখনই নূরজাহান বেগম তার নাতিকে নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় পিছন থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে নূরজাহান বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শিশু মুরসালীন (৫)কে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাসিবুল ইসলাম জানান, শিশুটির একটি পা ভেঙ্গে গেছে। অপারেশন প্রয়োজন হবে। উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।