নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। শনিবার ভোর রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ি, ৬টি চাপাতি, ২টি স্টিলের লম্বা রড, ৩টি চোরা, ১টি কুড়াল ও ১টি কাটার মেশিন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, মুন্সিগঞ্জ জেলার মোঃ রমজানের ছেলে শাহপরান (২৭), মোঃ মোখলেসের ছেলে শুভ (২৯), আব্দুল বাতেনের ছেলে মাহবুব হোসেন (২৯) ও দাউদকান্দি কাউয়াদি এলাকার আবুল কাশেমের ছেলে আমির হামজা (১৯)।
এর আগে চাঁদপুর সদর ও কচুয়ায় ডাকাতির ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে এই ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়। এছাড়া ডাকাতির সাথে জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ।