ডা.দীপু মনি এমপি’র মাধ্যমে হাইমচর সকল উন্নয়নের সাথে প্রেসক্লাব ভবনও নির্মান হবে : নূর হোসেন পাটওয়ারী

মাহমুদুল মতিন:

হাইমচর উপজেলা পরিষদ মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্য উপজেলা চেয়ারম্যান বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয় এর মাধ্যমে হাইমচরে জীবনযাত্রার, ভবন অবকাঠামো, সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে,ইনশাআল্লাহ সকল পর্যায়ে উন্নয়ন এর ধারাবাহিকতায় হাইমচর প্রেসক্লাবে উন্নয়নের ছোয়া লাগবে, হাইমচরের সকল ভালো কাজে হাইমচরবাসীর কল্যানে হাইমচর প্রেসক্লাব কাজ করে, হাইমচরে বর্তমান সরকারের উন্নয়ন এর ধারাবাহিকতায় চলতি বছরে হাইমচর প্রেসক্লাব এর নিজস্ব ভূমিতে ৫ তলা ভিত তৈরি করে ১ তলা ভবন নির্মাণে উপজেলা পরিষদ উন্নয়ন / রাজস্ব তহবিল হতে বরাদ্দ প্রদান করার প্রস্তাব করলে সমন্বয় সভায় সকল সদস্য গন একমত পোষণ করে বরাদ্দ প্রদানে মতামত দেন।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টার, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা বৃন্দ।

Loading

শেয়ার করুন: