তত্ত্বাবধায়ক সরকার আইন অনুযায়ী সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে: মায়া চৌধুরী

মনিরা আক্তার মনি ॥

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সসফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আইনের মধ্য দিয়ে সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে। এইটা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে গেছে। মরা মানুষ যেমন জীবিত হয়না, এইটা কখনও বাস্তবায়িত হবেনা।

তিনি রোববার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে পূর্বের ন্যায় বিএনপি-জামায়াত দেশে আবারও জ্বালাও-পোড়াও সহিংসতায় নেমেছে। এ ভাষার মাসে তাই রুখে দাঁড়াতে বাঙালিকে চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি অর্জন করতে হবে।

এ সময় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার শুভা, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান একেএম শরীফ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউসুফ মিয়া, মোহনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ প্রধান প্রমুখ।

Loading

শেয়ার করুন: