তরুণ প্রজন্মরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে :মেজর রফিক

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, কে আমার পক্ষে আছে, কে আমার পক্ষে নেই, তা আমি বিবেচনা করছি না। আমি জনগণের জন্য কাজ করছি। তরুণ প্রজন্ম যেনো বুঝতে পারে দেশটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তিরা সুন্দর করে রেখে গেছেন।

শনিবার সকালে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজের ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক আইসিটি ভবন, দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবন, ৫নং সদর ইউনিয়নের আল বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ১ তলার উদ্বোধন শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনি এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ।

এ সময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্বাধীন না করতেন, তাহলে এ দেশটা হতো স্বশান, ফিলিস্তিন অথবা আফগানিস্তান। তোমরা শিক্ষার স্বাদ পেতে না। দু’বেলা খেতে পারতে না। চার দিকে লাশ আর লাশ পড়ে থাকতো। আজ আমরা স্বাধীনতার স্বাদ পাওয়ায় এতো উন্নয়ন করতে পেরেছি।

প্রধান অতিথি আরো বলেন, আমাদের কাজ হলো স্কুল-কলেজ মাদরাসার উন্নয়ন করা। তোমাদের কাজ হলো আমাদের ভালো ফলাফল উপহার দেয়া।

হাজীগঞ্জ ও শাহরাস্তির উন্নয়নের চিত্র তুলে ধরে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ১০ কিলোমিটার সড়ক পাকা ছিল। আজ দুই উপজেলায় প্রায় ৮’শ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, ৬ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ও প্রায় ৭ শতাধিক ব্রীজ-কালর্ভাট নির্মাণ, দুই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, এক ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। টোরাগড়-বড়কুল সেতুর কাজ শেষ পর্যায়ে এছাড়াও আরো ২টি সেতুর কাজ চলমান রয়েছে। বর্তমানে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির, দেশগাঁও ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এস এম মানিক, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অহিদুল ইসলাম, আল বান্না স্কুলের প্রধান শিক্ষক মো. শাহজাহান, কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল চন্দ্র শীল, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসী আকতার, আওয়ামী লীগ নেত্রী আকতার মুক্তা আকতার।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আ. আহাদ, নুরজাহান নিশাত, কোরআন তেলোয়াত করেন মাহিমুল হাসান, মীম আকতার, গীতা পাঠ করেন দয়া রানি শীল, সুবিতা সাহা।

এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রশিদ, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদুল ইসলাম, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহা, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ, বীরমুক্তিযোদ্ধা, দলীয় নেতৃবৃন্দ ও ইউনিয়নের কয়েক সহস্রাধী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় তিনি হাসপাতালের ডাক্তারদের কথা শোনেন এবং হাসপাতালকে মডেল হাসপাতাল ও সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

হাসপাতাল ব্যবস্থপনা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মওলা নঈম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিমউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার, ডা. জামালউদ্দিন, মেডিকেল অফিসার ডা. মহিবুল আলম রুবেল, ডা. আবিদা সুলতানা প্রমূখ।

Loading

শেয়ার করুন: