নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুর জেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত ক্লু-লেস চাঞ্চল্যকর ঘটনায় দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারসহ মামলার রহস্য উদঘাটন, আইন শৃঙ্খলা পরিস্হিতি সমুন্নত রাখা, মাদক উদ্ধার এর স্বীকৃতি স্বরূপ, অক্টোবর /২০২৩ খ্রিষ্টাব্দ মাসের সার্বিক কার্যক্রম বিবেচনা করে পুলিশের মহাপরিদর্শক আইজিপির পক্ষ থেকে চাঁদপুর জেলা পুলিশকে (৩)টি পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পুরস্কার সমূহের বিষয়বস্তু হলো- চাঁদপুর জেলার সদর মডেল থানা পুলিশ কর্তৃক ক্লু-লেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন গ্রেফতার সংক্রান্ত পুরস্কার, চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক হাজীগঞ্জ থানার চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনপূর্বক ঘটনার সাথে জড়িত ১০ জন আসামি গ্রেফতার সংক্রান্ত পুরস্কার এবং চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সংক্রান্ত পুরস্কার।
ইতিপূর্বেও আইজিপি প্রশংসিত কাজের জন্য চাঁদপুর জেলা পুলিশকে পুরস্কৃত করেছেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা পুলিশ আবার ও তিনটি বিশেষ ঘটনায় এ পুরস্কার অর্জন করলো।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, আইজিপির পক্ষ থেকে সাফল্যের এই সম্মাননা ও পুরস্কার জেলার সকল পুলিশ সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে।এই পুরস্কার প্রাপ্তিতে আইজিপিকে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা।