তিন ইটভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

 

নিজস্ব  প্রতিনিধি ॥

চাঁদপুরের ফরিদগঞ্জে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ৩টি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং এণ্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী।

সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং এণ্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় পূর্ব গাজীপুরের চরবসন্ত এলাকার মেসার্স চরবসন্ত ব্রিকস, গাজীপুর এলাকার মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিকস, মানিক রাজ এলাকার মেসার্স মানিক রাজ ব্রিকস মালিককে ২০ হাজার টাকা করে প্রত্যেককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে পরিচালিত ইটভাটা সমূহের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নানসহ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Loading

শেয়ার করুন: