থানায় মামলা করতে কোনো টাকা লাগে না : পুলিশ সুপার

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম

বহু বছর পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশের উদ্যোগে আবারো শুরু হলো ওপেন হাউজ ডে সভা।

২৮ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর মডেল থানা ভবনের ২য় তলায় অফিসার ইনচার্জ মো. বাহার মিয়ার সভাপতিত্বে ও এস আই হামিদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ওপেন হাউজ ডে’র মাধ্যমে আমরা সমাজের একেবারে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষদের সমস্যাসহ নানাবিধ অসুবিধার কথা গুলো জানতে পারি এবং তা সমাধানের চেষ্টা করি। ফলে আমাদের সমাজ ব্যবস্থায় এ সকল সমস্যা সমাধানের জন্যে শান্তি প্রতিষ্ঠা করা যায় । তিনি আরো বলেন, যে কোনো ব্যক্তি আমার সাথে কথা বলতে চাইলে আমি তা শোনার চেষ্টা করি। ঐ কথা গুলোর মধ্যে আমার পুলিশের কাজ হলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে বা কোনো জিডি বা মামলার প্রয়োজন হলে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেই এবং তা সমাধানের চেষ্টা করি। শুধু তাই নয়, আমি উক্ত ব্যক্তির সমস্যাটা যদি আমার জেলা পুলিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করি, তাহলে সেটি সবসময় মনিটরিং করি।

তিনি বলেন, আমি জনসচেতনতা সৃষ্টির জন্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে সব সময় একটা কথা বলি, থানায় জিডি বা মামলা করতে প্রয়োজন হলে চলে যাবেন। সেখানে জিডি বা মামলা করতে কোনো টাকা পয়সা লাগে না। যদি কেউ টাকা চায় আমাকে জানাবেন।

তিনি চাঁদপুরের জনগণের বিনোদন স্থান বড়ো স্টেশন মোলহেডের বিষয়ে বেশ কিছু অভিযোগ প্রসঙ্গে বলেন, এ বিষয়ে আমি আমার পুলিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করবো। তিনি চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকসহ যে কোনো অপরাধ দমন সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস ও আস্থা, পুলিশের পাশে জনগণ থাকলে উভয়ের মাধ্যমে আগামীর বাসযোগ্য সুন্দর চাঁদপুর গড়ে তুলতে পারবো।

ওপেন হাউজ ডে সভায় বেশ কিছু অভিযোগ ও প্রস্তাব তোলা হয়। তন্মধ্যে রয়েছে : বড়ো স্টেশন মোলহেডে ছবি তোলার নামে কিছু সংখ্যক যুবকের নৈরাজ্যসহ বেশ কিছু অপরাধ, পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, চাঁদপুর শহরে মাদকের সয়লাব, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি, চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় দীর্ঘ যানজট, শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা আরো জোরদার করা,

শহরের বেশ ক’টি পাড়া-মহল্লায় মাদক বিক্রি বৃদ্ধি পাওয়া, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের নিরাপদে আসা যাওয়া নিশ্চিত করা, বিভিন্ন বাসা বাড়িতে নানা অপকর্ম ইত্যাদি ।

অভিযোগ ও প্রস্তাবসমূহ উত্তোলন করেন শহরের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ।

উল্লেখিত অভিযোগ গুলো নিরসন ও প্রস্তাবসমূহ সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে আশ্বাস দেন পুলিশ সুপার।

ওপেন হাউজ ডে সভায় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনারারী লে. মো. শোয়ায়েব, চাঁদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আফসার উদ্দিন, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান কাজী, হেফাজত ইসলাম চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম, পৌর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম কুরবান, জেলা জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক , মানিক পোদ্দার, ১২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক ঢালী, সদর উপজেলা বিএনপি নেতা বরকত উল্যা খানসহ কমিউনিটি পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।

ওপেন হাউজ ডে সভাটি এখন থেকে নিয়মিত করার জন্যে উপস্থিত সকলে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নিকট অনুরোধ জানান।

Loading

শেয়ার করুন: