দক্ষতা ও সততার সাথে কাজ করে নিজের পরিবারের ও দেশের সুনাম বাড়াবেন:জেলা প্রশাসক

নিজেস্ব প্রতিবেদক॥

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুরে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

সোমবার ৬ ডিসেম্বর বিকেলে ইনষ্টিটিউট মিলনায়তনে এ সনদ বিতরণ অনুষ্ঠানে বিদেশগামী কর্মিদের উদ্দেশ্যে বলেন, এ প্রশিক্ষণকে অবশ্যই কাজে লাগাবেন।

তিনি বলেন, বিদেশে আমাদের দক্ষ শ্রমিক ভাইদের কদর বেশী। জেলা প্রশাসক বলেন, বিদেশে দক্ষতার সাথে,সততার সাথে কাজ করে নিজের,পরিবারের ও দেশের সুনাম বাড়ানোর চেষ্টা করবেন। এসময় প্রশিক্ষানার্থীরা ছাড়াও ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: