দশম গ্রেডের দাবিতে চাঁদপুরে সার্ভেয়ারদের কর্মবিরতি

 
নিজস্ব প্রতিনিধি 
 
 সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে চাঁদপুরে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ১ থেকে ৩ অক্টোবর প্রতিদিন সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়।

জেলা সার্ভেয়ারদের সমন্বয়ক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে জেলা শাখা উপদেষ্টা আব্দুর রহিম এর নেতৃত্বে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখায় কর্মরত মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত আর্য নন্দ তঞ্চগ্যা, শাহরাস্তি উপজেলা ভূমি অফিসে কর্মরত মোহাম্মদ ইব্রাহিম খলিল ও মতলব উত্তর উপজেলা ভূমি অফিসে কর্মরত মহিউদ্দিন পলাশ প্রমূখ।

সার্ভেয়ার নেতারা জানান, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভে ডিপ্লোমাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রিজ, কালভার্ট, নদী, খাল খনন, বাঁধ, ইমারত নির্মাণসহ টপোগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরিপসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের ন্যায়সঙ্গত অধিকার ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর হতে আরো কঠোর কর্মসূচি পালিত হবে।

Loading

শেয়ার করুন: