নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন হাজী সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজি বাড়ির খোরশেদ আলম হাজির ছেলে এবং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুই মোটরসাইকেলের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হন আরও দুইজন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।