নিজস্ব প্রতিবেদক॥
বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক ২হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাট বাজার সংলগ্ন এলাকায় বিসিজি স্টেশন চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বাজারজাত করার সময় প্রায় ২হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাটকা ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত জাটকা স্টেশন কমান্ডার চাঁদপুর, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এবং সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।