দৈনিক ইল্শেপাড়ের প্রতিনিধি সভা 

 

স্টাফ রিপোর্টার:

দৈনিক ইল্শেপাড়ের উপজেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার সব উপজেলার ব্যুরো ইনচার্জ ও প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী উপজেলা প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

তিনি তার বক্তব্যে বলেন, ইল্শেপাড়ের সাথে জড়িত সকল প্রতিনিধিরা খুবই দক্ষ। পত্রিকা টিকিয়ে রাখতে নিউজ, বিজ্ঞাপব ও সমন্বয় খুবই প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। ইল্শেপাড়ের সুখে-দুঃখে আপনারা সব সময় পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখায় আজ ইলশেপাড় পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আগামিতেও সহযোগিতা অব্যাহত রাখলে ইল্শেপাড় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে। তাই আগামির পথচলায় তিনি সবার সহযোগিতা কামনা করেন। এজন্য তিনি প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সব প্রতিনিধিদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করেন এবং বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করি ইল্শেপাড়ের কোন প্রতিনিধি বিপদে পড়লে পাশে থাকার। আপনারা দিনের নিউজ দিনে পাঠাবেন।

প্রতিনিধি সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা বলেন, অমি চাঁদপুর প্রবাহের বাইরে কোন পত্রিকা অফিসে যাতায়াত করছে, সেটা শুধু ইলশেপাড় পত্রিকায়। চাঁদপুর প্রেসক্লাবের ইতিহাসে একই পত্রিকার দু’জন একসাথে সভাপতি/সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেনি। ২০২৪ সালের ইল্শেপাড় পত্রিকা থেকে সভাপতি/সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আপনাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

তিনি আরো বলেন, পত্রিকা এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। নিজেরা নিজেদের সমালোচনা থেকে বিরত থাকতে হবে। পত্রিকার আয় কিভাবে বাড়ানো যায় চেষ্টা করতে হবে।

প্রতিনিধি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সৌদি প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (লিটন)।
বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, তারা ইলশেপাড়ের সুখে-দুঃখে কাজ করতে আগ্রহী। তারা পত্রিকার প্রকাশনা সম্পর্কে নানা পরামর্শ দেন এবং দ্রুত বর্তমান অবস্থা উত্তরণের আহ্বান জানান।

পত্রিকার সহ-সম্পাদক মো. মনির হোসেন, বার্তা সম্পাদক এস এম সোহেল, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবিব উল্যাহ, শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ।

প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন সৌদি আরবের সাংবাদিক সোহল আলম হাজী, সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক রেজাউল করিম, স্টাফ রিপোর্টার সজীব খান, ডি কে সোলায়মান, নূরে আলম, মাজহারুল করিম সুমন, আল আমিন ছৈয়াল, বিধান দাস, হাইমচর উপজেলা প্রতিনিধি সাহেদ হোসেন দিপু, সৌদি আরব প্রতিনিধি সাগর চৌধুরী, ফরিদগঞ্জ প্রতিনিধি মো. মশিউর রহমান, আবু তালেব সরদার, মো. মনির হোসেন, রুহুল আমিন খান স্বপন, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি রাফিউ হাসান হামজা, মতলব দক্ষিণ প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, অফিস সহকারী মো. মোবারক।

Loading

শেয়ার করুন: