ধর্মের দোহাই দিয়ে যারা মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে আমাদের শান্তি সমাবেশ:শিক্ষামন্ত্রী

মোহাম্মদ মোশারফ হোসেন ॥

৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী’লীগের উদ্যোগে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধর্মের দোহাই দিয়ে যারা মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে আমাদের শান্তি সমাবেশ।একটি কুচক্রী মহল স্বাধীনতা যুদ্ধের সময় দেশকে স্বাধীনতা অর্জন থেকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। তারাই আজকে দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করে দেশকে অকল্যাণের দিকে ধাবিত করার চেষ্টা করছে।

১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সফিকুর ইসলাম মীরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূইয়া,সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো: মাইনুদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব উল-আলম লিপন. চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি ফারভীন মিলি, হাজীগঞ্জ পৌর আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী’লীগের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ,৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়ার সুমনসহ উপজেলা আওয়ামী’লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়ার সুমনসহ শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি সহ আমন্ত্রিত অতিথিদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Loading

শেয়ার করুন: