নিজস্ব প্রতিনিধি ॥
মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে।২৫ নভেম্বর শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত ভোটার ও কর্মী সমর্থকসহ উৎসুক জনতা নির্বাচনী এলাকা সরগরম করে রাখে।
বিদ্যালয়ের ২৬১ জন ভোটারের মধ্যে ১৮০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাধারণ অভিভাবক সদস্য পদে ৪জনকে নির্বাচিত করেন।
যারা আগামী দুই বছর বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করবেন। এর মধ্যে মোঃ নজরুল ইসলাম বালি (ব্যালট নং ০৫) ৯৩ ভোট, শাহাজালাল পাটওয়ারী (ব্যালট নং ০৯) ৯২ ভোট, মোঃ ছায়েদ খান (ব্যালেট নং ০৩ ) ৮৪ ভোট ও মোঃ মনির হোসেন (ব্যালট নং ০৬ ) ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া অন্যদের মধ্যে সুবল চন্দ্র শীল (ব্যালট নং ১০) ৫৭ ভোট, মোঃ মাসুদ বকাউল (ব্যালট নং ০৭) ৫৪ ভোট, দীপক সরকার (ব্যালট নং ০১) ৫০ ভোট,
মোঃ তরিক উল্লাহ পাটওয়ারী (ব্যালট নং ০৪) ৪২ ভোট, মহসিন প্রধানীয়া (ব্যালট নং ০২) ২৮ ভোট ও মোঃ মহসিন (ব্যালট নং ০৮) ২১ভোট পেয়েছেন।
এর আগে দাতা সদস্য পদে মোঃ নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য পদে মোঃ খোরশেদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আছমা বেগম, সাধারণ শিক্ষক সদস্য পদে মোহাম্মদ লোকমান হোসেন পাটওয়ারী, মোঃ শাহআলম প্রধানীয়া ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মনি রানী চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।
এদিকে নব-নির্বাচিত সাধারণ অভিভাবক সদস্যসহ অন্যান্য নির্বাচিতরা তাদের দায়িত্ব পালনে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।