নিজস্ব প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ বলেছেন, জাতি নতুন করে কোনো ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তা অম্লান করার জন্যে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। ৫ আগস্টের পর এরা মাথাচাড়া দিয়ে উঠেছে। সর্বত্র চাঁদাবাজি, দখলদারির মহোৎসব চলছে। মনে রাখতে হবে এ জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়নি। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা কেউ অম্লান করতে আসলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১৩ নং হানারচর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন সভাপতি মুহা আবু সাঈদর বেপারীর সভাপতিত্বে ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শেখের পরিচালনায় বক্তব্য রাখেন জেলস যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহা হাবিবুর রহমান,সদর উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদ মুহা ফরিদ উদ্দিন নেয়ামত,ইসলামী আন্দোলন ইউনিয়ন সভাপতি হাফেজ মুহা মনির বকাউল, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মাইনুদ্দিন দেওয়ান, ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান,ছাত্র আন্দোলন ইউনিয়ন সভাপতি মুহা রাসেদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে ২০২৪ সেশনের জন্য সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ,সহ-সভাপতি, শেখ মোহাম্মদ বিল্লাল ,সাধারণ সম্পাদক, মোহাম্মদ হোসেন শেখের নাম ঘোষণা করা হয়