নিজস্ব প্রতিবেদক :
নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্তি দূর করতে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন চান্দ্রা ইয়াকুব আলী স্বারক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ও নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষার্থীদের যেকোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক খালেদা বেগম সহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকবৃন্দ।
মোঃ কামরুল হোসেন লিফলেটে উল্লেখিত বিষয়গুলোর কিছু অংশ বিশেষ তুলে ধরেন যার মধ্যে উল্লেখযোগ্য ২০৪১ এর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট নাগরিক তৈরির বিকল্প নেই। ভবিষ্যতের দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সাথে খাপ খাওয়াতে হলে শুধু মুখস্থ করায় পারদর্শী নাগরিক তৈরী করলে চলবে না। আমাদের এমন নাগরিক দরকার যে পাঠ্য বিষয়বস্তু সক্রিয় শিখনের মাধ্যমে অনুধাবন করে আত্মস্থ করবে, যেন তা পরে প্রয়োজন মতো প্রয়োগও করতে পারে।
একই সাথে হাতে কলমে কাজ শিখে দক্ষ নাগরিক হবে। হবে দেশপ্রেমিক কিন্তু বিশ্ব নাগরিক, প্রতিযোগিতার বদলে সহযোগিতা করতে পারদর্শী এবং পরিবর্তনের সাথে নিজের যোগ্যতার রূপান্তর ঘটাতে সক্ষম। নতুন শিক্ষাক্রম তেমন স্মার্ট নাগরিক তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে।
এই লক্ষ্য নিয়ে ১০ বছরব্যাপী শিক্ষাক্রম বাস্তবায়ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রথমেই ২০১৭-১৮ সালে ৬ টি গবেষণা করে, ২০১৯ এ ৮০০ (আটশত) এর অধিক অংশীজনের সাথে মতবিনিময় ও বিভিন্ন দেশের শিক্ষাক্রম পর্যালোচনা করে রূপরেখার খসড়া তৈরি করা হয়।
এরপরে ২০২১ সালে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদনের পরে আন্ত:মন্ত্রণালয় সভায় অনুমোদিত হয়। ২০২২ সালে পাইলটিং এর পরে ২০২৩ সাল থেকে ধাপে ধাপে ২০২৭ সালে পুরো শিক্ষাক্রম বাস্তবায়িত হবে।