হাইমচর প্রতিনিধি ॥
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় আপনাদের হাইমচর উপজেলায় এবং উপজেলার চর অঞ্চল গুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তবে আপনারা আমার কাছে যে দাবিটি করেছেন, ঈশানবালার মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় স্থায়ী বাঁধের কাজ খুব দ্রুতই শুরু করা হবে। আবারো নৌকায় ভোট দিয়ে নদীর বাঁধ স্থায়ী করার সুযোগ করে দিতে হবে। আপনাদের এলাকার যে উন্নয়ন কাজগুলো অসমাপ্ত রয়েছে সেগুলো সমাপ্ত করার জন্য আবারো আশাকরি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এবং আমাকে জয়যুক্ত করবেন। আপনারা সকলে ভোট কেন্দ্র যাবেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের মহিলা সমাবেশে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাচ্চু সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান সউদ আল নাছের,গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী প্রমুখ ।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহ সভাপতি এম এ বাশার, হুমায়ুন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক জি এম জাহিদ, শাহাদাত হোসেন সরকার, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুল্লাহ মানিক, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর শিকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, মুসা পাটওয়ারীসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মহিলা ভোটারগন উপস্থিত ছিলেন।