নবম বাংলাদেশ গেমস কাবাডিতে অংশগ্রহনের লক্ষ্যে চলছে চাঁদপুর জেলা দলের অনুশীলন

স্পোটস রিপোটার :

আগামী ৩ মার্চ মৌলভীবাজারে অনুষ্ঠিত নবম বাংলাদেশ গেমসের কাবাডি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চাঁদপুর জেলা কাবাডি দল। ২ মার্চ চাঁদপুরের দলটি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা করবে বলে জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-কমিটি’র সূত্রে জানা গেছে।

নবম বাংলাদেশ গেমসের কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহনের লক্ষ্যে চাঁদপুর জেলা দলটি গত সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছে। জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপকমিটির সভাপতি আলহাজ্ব ওমর পাটওয়ারী ও সাধারন সম্পাদক শাহজাহান তালুকদার সাহা’র তত্বাবধায়নে অনুশীলন চলছে। দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক খেলোয়াড় শাহজাহান তালুকদার সাহা।

চাঁদপুর জেলা কাবাডি দলের খেলোয়াড়রা হলোঃ- শাকিল, খোকন, সানি, ইমন, রাজন, জাহিদ, লোকনাথ ও রাসেল। চাঁদপুর স্টেডিয়ামে প্রতিদিন দুপুর আড়াইটার পর থেকে এ অনুশীলন শুরু হয়।

Loading

শেয়ার করুন: