নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. নুরুল ইসলাম (নাজিম) দেওয়ান। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ শাখার কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি অনুমোদিত এই কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে একটি নিয়মিত গভর্নিংবডি গঠন করতে বলা হয়েছে। এডহক কমিটির সদস্য সচিব পদাধিকার বলে কলেজ অধ্যক্ষ, অভিভাবক প্রতিনিধি সদস্য তপন কুমার রায় ও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম।
উল্লেখ্য, মো. নুরুল ইসলাম (নাজিম) দেওয়ান চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি এর পূর্বেও বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি ছিলেন। এছাড়া হোসেনপুর সিনিয়র মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি, হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি।