
স্টাফ রিপোটার ॥
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তভুক্ত ঐতিহ্যবাহি নাজিরপাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করা হবে বলে ক্লাব সূত্রে জানা গেছে।
শনিবার বিকেলে নাজিরপাড়া এলাকায় ক্লাবের উপস্থিত কর্মকতা ও খেলোয়াড়দেও সম্মতিতে ক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটির বর্তমান সভাপতি সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক রোটারিয়ান শরীফ আশ্রাফুল হক এবং সাংগঠনিক সম্পাদক চাঁদপুর জেলা ফুটবল দলের সাবেক ফুটবলার সোহেল রানা সোহাগ।
ক্লাব সূত্রে জানা যায় যে শনিবার বিকেলে ক্লাবের নতুন কমিটি, খেলাধুলায় অংশগ্রহন সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন ক্লাব সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেণ ক্লাব কর্মকতা ডাঃ মোঃ সফিউল্লাহ, রোটাঃ কাজী মাইনুল হক জীবন, স্বপন চৌধুরী, আনোয়ার পারভেজ, সোহেল রানা সোহাগ, ওয়াহিদুজ্জামান লাবু, মাসুদুর রহমান, পারভেজ দেওয়ান, নুরুল হাসান, গিয়াসউদ্দিন মিলন, বিএম হান্নান, নুরে আলম নয়ন, সহ অননানরা।